ব্যাংক কর্মীদের পালাক্রমে অফিসে যাওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ব্যাংক কর্মীদের পালাক্রমে অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ঢাকা (০১ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ব্যাংকগুলোকে খুব দ্রুত অফিসসূচিতে পরিবর্তন এনে পালাক্রমে কর্মীদের অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অবশ্য, ব্যাংকের শাখা কতজন কর্মী দিয়ে পরিচালনা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কর্মীসংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার বাংলাদেশ ব্যাংক একটি নোটিশ জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাটি অন্তত আগামী কয়েক সপ্তাহ কার্যকর থাকবে বলে সেখানে জানানো হয়।