বর্ধিতদামে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বর্ধিতদামে টিসিবির পণ্য বিক্রি শুরু। ছবি : বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (০১ এপ্রিল): বর্ধিতদামে সয়াবিন তেল, পেঁয়াজ ও চিনি বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার থেকে ঢাকায় ১০০টি, চট্টগ্রাম সিটিতে ২০টিসহ সারাদেশে মোট ৫০০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়। আগামী ৬ মে পর্যন্ত এ বিক্রি চলবে।
প্রসঙ্গত, বুধবার টিসিবি এক আদেশে সয়াবিন তেল লিটার প্রতি ১০ টাকা এবং চিনি ও পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। দাম বাড়ানোর ঘোষণায় উল্লেখ করা হয়, টিসিবির পণ্য থেকে খোলা বাজারে পণ্যের মূল্যের যদি বেশি পার্থক্য হলে সাধারণভাবে পণ্য ভোক্তার নিকট না পৌঁছে অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ থেকে যায়। সে কারণে তা রোধ করতে পণ্যের মূল্য সময়মত পুনরায় নির্ধারণ করা হয় বলে জানান টিসিবির মুখপাত্র।
এ ছাড়া, অত্যাবশ্যকীয় ছয়টি পণ্যের মধ্যে চিনির দাম ৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা এবং সয়াবিন তেল ১০ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকা। তবে আগের দামেই প্রতি কেজি মশুর ডাল ৫৫ টাকা, ছোলা ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পণ্যের দাম বাড়ার কারণ সম্পর্কে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিজনেস ইনসাইডার বাংলাদেশে’কে জানান, ‘টিসিবি পণ্যের মূল্য বৃদ্ধি করেনি, বাজারের সাথে মূল্য সমন্বয় করেছে মাত্র। প্রত্যেক বছর আমরা যখনই পণ্য বিক্রি করি না কেন স্থানীয় মার্কেট প্রাইসের সাথে আমারা এডজাস্ট করে সব সময় পণ্যের মূল্য নির্ধারণ করি। এ বছর মার্কেট প্রাইসের সাথে এডজাস্ট করে তেল, চিনির মূল্য রিএডজাস্ট করেছি মাত্র। আমরা পণ্যের মূল্য বৃদ্ধি করিনি। রিএডজাস্ট করে তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং চিনি ৫৫ টাকা।’
তিনি আরও জানান, গত বছর খেজুর ১২০ টাকা বিক্রি করলেও এ বছর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৮০ টাকা। ছোলা গতবছর ৬০ টাকা বিক্রি করলেও এ বছর ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এই সমন্বয় টিসিবির নিয়মিত কাজের অংশ।
কাওরানবাজার ট্রাক সেলের মালিক গাজী খালিদ আশরাফ বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, ট্রাকে মালামাল লোড করতে অনেক চাপ রয়েছে। পণ্য লোড করতে রাজধানীর বিভিন্ন এলাকার ট্রাক এসে লাইনে আছে। আমাদের ট্রাকও এখানে লাইনে আছে। পণ্য তোলা হলেই টিসিবি ভবনের এখানে মালামাল বিক্রি শুরু করবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। যদিও দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কাওরানবাজারে কোনো ভ্রাম্যমান ট্রাক সেল দেখা যায়নি।
তিনি আরও জানান, একজন ক্রেতা সর্বোচ্চ সয়াবিন তেল নিতে পারবেন ২ লিটার, চিনি ২ কেজি, মশুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি। এ ছাড়া, রোজার ৫ থেকে ৬ দিন আগে খেজুর বিক্রি শুরু হলে সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে পারবেন।
অপরদিকে, খামারবাড়ির ট্রাক সেলের মালিক রফিকুল ইসলাম বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, পণ্য নিয়ে আসতে একটু দেরি হলেও ১২টা থেকে নির্ধারিত স্থানে পণ্য বিক্রি শুরু হয়েছে। বাড়তি দামেও পণ্য কিনতে সেখানে দীর্ঘ লাইন রয়েছে। কারণ হিসেবে তিনি জানান, খোলা বাজার থেকে টিসিবির পণ্যের দাম কম, টিসিবির ৫ লিটার সয়াবিন তেল ৫০০ টাকা আর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ৬৬০ টাকা। এ ছাড়া, অন্যান্য পণ্যের দামও তুলনামূলক কম।