আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন
|| বিজনেস ইনসাইডার

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা
দেশের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারদের ৩৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার (৩১ মার্চ ২০২১) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় অর্থনৈতিক মন্দা ও চলমান মহামারী প্রতিকুলতার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের সাথে সামঞ্জস্য রেখে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়েছে।
সভায় আরও বলা হয়, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ার কারণে, আইডিএলসি আর্থিক বাজারে তাদের শীর্ষস্থান অব্যাহত রেখেছে, এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২০ সালেও তাদের অবস্থান ধরে রেখেছে।
আজিজ আল মাহমুদ, চেয়ারম্যান, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং অন্যান্য পরিচালকদের মধ্যে পরিচালক আতিকুর রহমান, নুরুল্লাহ চৌধুরী, মাহিয়া জুনেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোঃ কামরুল হাসান, সৈয়দ শাহরিয়ার আহসান, স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব ও মতিউল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি