কোরিয় বিনিয়োগকারীদের জন্যে চমৎকার গন্তব্য বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: এইচএসবিসি
ঢাকা (৩১ মার্চ): কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে এক চমৎকার গন্তব্য বলে উল্লেখ করেছেন বক্তারা। সম্প্রতি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি), বিডা, বেজা, বাংলাদেশে দক্ষিণ কোরিয় দূতাবাস ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ-কোরিয়া ব্যবসায়িক করিডোর: স্টেকহোল্ডারর্স ডায়ালগ এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুব উর রহমান-এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহন করেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন, কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিডা’র এক্সিকিউটিভ চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, “কোরিয়ার প্রযুক্তিগত অগ্রগামি অবস্থান এবং শিল্প ও অবকাঠামোগত অভিজ্ঞতা আমাদের দু’দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমরা আরো আশা করি, বিশ্ব-খ্যাত কোরিয় কোম্পানীসমূহ বাংলাদেশের এই বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশের সুযোগ নেওয়ার জন্যে এগিয়ে আসবে। ”
ম্যাথিউ লবনার, হেড অফ ইন্টারন্যাশনাল ও হেড অফ স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং এইচএসবিসি এশিয়া প্যাসিফিক বলেন, “বাংলাদেশ ও কোরিয়ার মধ্যেকার বাণিজ্যিক সম্ভাবনা আরো সুদৃঢ় করতে পেরে আমরা আনন্দিত। এইচএসবিসির আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিশ্ব জিডিপি-র ৯০% ট্রেড ও ক্যাপিট্যাল ফ্লোর সাথে সংযুক্ত। এইচএসবিসির নেটওয়ার্ক বাংলাদেশের মতো হাই গ্রোথ মার্কেটে অন্য দেশসমূহকে প্রবেশের সুযোগ করে দিচ্ছে যা বিশ্বব্যাপি অদ্বিতীয়।”
এছাড়া এইচএসবিসি কোরিয়ার সিইও ঝং উন ইংগ, এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং কেভিন গ্রীন ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মো: নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেনন। ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান ও সিইও কি-হাক সুং এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ-কোরিয়া বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।