সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

শতভাগ শ্রমিকেই চলবে পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫১, ৩১ মার্চ ২০২১  
শতভাগ শ্রমিকেই চলবে পোশাক কারখানা

তৈরি পোশাকশিল্প কারখানায় কর্মরত শ্রমিক

ঢাকা (৩১ মার্চ): শতভাগ শ্রমিক নিয়েই পোশাক কারখানাগুলো চলবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে, সোমবার সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ জনবল দিয়ে প্রতিষ্ঠান ও শিল্পকারখানা চালানোর কথা বলা হয়েছিল। 

সংগঠন দুটির নেতারা বলছেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে, অর্ধেক জনবল দিয়ে কারখানা পরিচালনার নির্দেশনাটি তৈরি পোশাক খাতের বেলায় প্রযোজ্য হবে না। এবং কারখানাগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।

অবশ্য এ বিষয়ে শ্রমসচিব কেএম আবদুস সালাম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। এটি প্রাথমিক সিদ্ধান্ত। ব্যতিক্রম কিছু হলে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ মঙ্গলবার এক নির্দেশনায় বলেছে, করোনার প্রথম ঢেউ সামলে উঠতে না উঠতেই দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনার প্রথম ঢেউয়ে পোশাকশিল্পে সংক্রমণের হার ছিল খুবই সামান্য অর্থাৎ দশমিক শূন্য ৩ শতাংশ। আশা করা যায়, করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।  

উল্লেখ্য, দেশে নতুন করে করোনার প্রকোপ বাড়তে থাকায় সোমবার সংক্রমণ ঠেকাতে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে শিল্পকারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনার পাশাপাশি গর্ভবতী, অসুস্থ, ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে রেখে কাজ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়