সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বব্যাংকের পূর্বাভাস : বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে ৩ দশমিক ৬ শতাংশ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩১, ৩১ মার্চ ২০২১  
বিশ্বব্যাংকের পূর্বাভাস : বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে ৩ দশমিক ৬ শতাংশ

বিশ্বব্যাংকের লোগো

   
ঢাকা(৩১ মার্চ): বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি চলতি ২০২০-২১ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মহামারি করোনাভাইরাসের কারণে সংস্থাটি এর আগে জানুয়ারিতে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, তার তুলনায় এখনকার পূর্বাভাস দ্বিগুণ। অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার অর্ধেক।

বুধবার দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। 

গত জানুয়ারিতে বিশ্বব্যাংকের ফ্লাগশিপ রিপোর্ট ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ এ চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল মাত্র ১ দশমিক ৬ শতাংশ। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে তা ভঙ্গুর ও অসম প্রকৃতির। অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে দ্রুত ও সমতিভিত্তিক টিকাদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। 

প্রতিবেদনে ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ২ শতাংশ এবং ২০২২ সালে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়