রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ১ কোটি ডলার দেবে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪১, ২৬ মার্চ ২০২১   আপডেট: ০২:৪২, ২৬ মার্চ ২০২১
আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ১ কোটি ডলার দেবে অস্ট্রেলিয়া

ছবি: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুতুপালং বালুখালী শরণার্থী শিবির

ঢাকা (২৫ মার্চ): কক্সবাজারের কুতুপালং বালুখালী শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা হিসেবে ১ কোটি অস্ট্রেলীয় ডলার দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এ সহায়তার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। খবর ইউএনবি।

মেরিস পেইন বিবৃতিতে বলেন, 'বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং বালুখালী শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই অগ্নিকাণ্ডের প্রভাবে ১ লাখ ২০এরও বেশি মানুষ, খাদ্য বিতরণ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।' 

তিনি বলেন, 'আমি বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা যারা আগুন নিয়ন্ত্রণে এনেছে, প্রাথমিক উদ্ধার অভিযানে সহায়তা করেছে এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো যারা ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা, জরুরি আশ্রয়, পানি এবং স্যানিটেশন সেবা প্রদান করেছে তাদের প্রত্যেকের প্রশংসা করি।' 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি আজ আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের বিদ্যমান মানবিক সহায়তা থেকে অতিরিক্ত ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরুরি সহায়তা ঘোষণা করছি। আমাদের অতিরিক্ত সহায়তা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে সরবরাহ করা হবে।' 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়