রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রঙিন সাজে প্রিমিয়ার ব্যাংক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৫, ২৫ মার্চ ২০২১  
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রঙিন সাজে প্রিমিয়ার ব্যাংক

ছবি: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

ঢাকা (২৪ মার্চ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের মূল কার্যালয় ইকবাল সেন্টার সাজানো হয়েছে লাল-সবুজের আলোকসজ্জা এবং বঙ্গবন্ধুর ছবি ও প্রতিকৃতিতে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ আলোকসজ্জা থাকবে ২৬ মার্চ পর্যন্ত। বিভিন্ন রঙের ও বর্ণের এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের মূল কার্যালয় এবং তার আশপাশের এলাকা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ১৪ তলায় বিগত বছর বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল। এ কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের উপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহশালা তৈরি করা হয়েছে। 

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এই দুই মহান দিবসকে স্মরণীয় করে রাখতে লাল-সবুজের আবহ মিশিয়ে বাংলাদেশের পতাকার আদলে সজ্জিত করা হয়েছে ব্যাংকের মূল কার্যালয় যা সবার মনে অন্যরকম ভালোলাগা ও আনন্দ দিচ্ছে।’ 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়