বুধবার

১২ নভেম্বর ২০২৫


২৮ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

রপ্তানিতে উৎসে কর  দশমিক ৫০% চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০১, ১ জুন ২০২৪  
রপ্তানিতে উৎসে কর  দশমিক ৫০% চায় বিজিএমইএ

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: রপ্তানির বিপরীতে উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে আগের মতো দশমিক ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিক রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সুবিধা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালেও স্বস্তিতে থাকবে বলে জানায় সংগঠনটি।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে বিজিএমইএ পর্ষদের মতবিনিময় সভায় এসব দাবি জানান বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর করার দাবি জানাই। এটি কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালেও স্বস্তিতে থাকবে।

এসএম মান্নান কচি বলেন, আমাদের রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে আগের মতো শূন্য দশমিক শতাংশ করে আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর করা হোক। একই সঙ্গে প্রণোদনার জন্য দেয়া নগদ অর্থ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানাই। আমরা চাই ২০২৯ সাল পর্যন্ত ইনসেনটিভ অব্যাহত রাখা হোক, পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সেবা ভ্যাটমুক্ত রাখা হোক।

বিজিএমইএ সভাপতি বলেন, আসন্ন বাজেটে রপ্তানির স্বার্থে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম আমদানির ওপর কর রেয়াত এবং এসব পণ্য বিকল বা নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ দেয়া যুক্তিযুক্ত। শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দ এবং নন-কটন পোশাক রপ্তানি বিনিয়োগে সহায়তা দেয়া প্রয়োজন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের পোশাকশিল্পের জন্য প্রস্তাবিত এসব সুবিধা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়