বুধবার

১২ নভেম্বর ২০২৫


২৮ কার্তিক ১৪৩২,

২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

আর্থিক প্রতিষ্ঠানের সচিবের সঙ্গে বিআইসিএম প্রতিনিধিদের সাক্ষাৎ

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৩৩, ২১ মে ২০২৪  
আর্থিক প্রতিষ্ঠানের সচিবের সঙ্গে বিআইসিএম প্রতিনিধিদের সাক্ষাৎ

সংগৃহিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আবদুর রহমান খানের সাথে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (২১ মে) সকালে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় দপ্তরে নতুন সচিবের সঙ্গে ইনিস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিআইসিএম’র পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সচিবের সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রতিনিধিগণ বিআইসিএমের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় নতুন সচিব বিআইসিএমের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৯ মে মোঃ আবদুর রহমান খান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়