বুধবার

১২ নভেম্বর ২০২৫


২৮ কার্তিক ১৪৩২,

২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

রিজার্ভ কমে ১৮.২৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৪৩, ১৩ মে ২০২৪  
রিজার্ভ কমে ১৮.২৬ বিলিয়ন ডলার

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের ১১ মাসে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। কিছু আমদানি বিল পরিশোধ করার পর  রোববার রিজার্ভ ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে নেমে আসে।

আইএমএফের হিসাব অনুযায়ী গত ৮ মে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে আজ কেন্দ্রীয় ব্যাংক গত দুই মাসের আমদানি বিল হিসেবে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার পরিশোধ করে।'

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের হিসাব অনুযায়ী আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৩ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৮ মে রিজার্ভ ছিল ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়