বৃহস্পতিবার

১৩ নভেম্বর ২০২৫


২৯ কার্তিক ১৪৩২,

২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

পঞ্চমবারের মতো কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০১, ২৯ এপ্রিল ২০২৪  
পঞ্চমবারের মতো কমল সোনার দাম

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসে টানা পঞ্চমবারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গতকাল রোববার ভালো মানের সোনার দাম ভরিতে ৩১৫ টাকা কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে লাখ ১২ হাজার ৬১৫ টাকা। এর আগে দাম ছিল লাখ ১২ হাজার ৯৩১ টাকা। গতকাল রোববার বিকাল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।

 রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের ২০ এপ্রিল প্রতি ভরিতে ৮৪০ টাকা, দুই দিন পর ২৩ এপ্রিল হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা এবং আজ (রোববার) ২৮ এপ্রিল ভালো সোনার ভরি ৩১৫ টাকা কমানোর ঘোষণা দিলো বাজুস। পাঁচ দিনে ভরিতে সোনার দাম মোট কমেছে হাজার ৮১৩ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য লাখ ১২ হাজার ৬১৫ টাকা, ২১ ক্যারেট লাখ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ১৪৫ টাকা।  সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা করা হয়েছে।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট হাজার টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম হাজার ২৮৩ টাকা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়