শুক্রবার

১৪ নভেম্বর ২০২৫


৩০ কার্তিক ১৪৩২,

২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

একই গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও ঋণ নিতে পারবে অন্য প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:১২, ৪ এপ্রিল ২০২৪  
একই গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও ঋণ নিতে পারবে অন্য প্রতিষ্ঠান

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: উন্মুক্ত হলো খেলাপি গ্রাহকদের ঋণ নেওয়ার পথ। এখন থেকে কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে। গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে নানা শর্ত দিয়ে তা অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় ব্যাংক দেখবে প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃত খেলাপি, নাকি যৌক্তিক কারণে খেলাপি হয়েছে। এসব বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক ঋণ নেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

আগে এক প্রতিষ্ঠান খেলাপি হলে গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার সুযোগ ছিল না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করা আবেদনপত্রের সঙ্গে গ্রুপভুক্ত খেলাপি ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির খেলাপি হওয়ার কারণ উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এই খেলাপি ঋণগ্রহীতা ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা কি না, তা নিশ্চিত হওয়ার জন্য এ সংক্রান্ত হালনাগাদ ঋণ তথ্য ব্যুরোর সিআইবির রিপোর্ট যুক্ত করতে হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়