Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
নতুন দরে মিলছে না সয়াবিন তেল

শনিবার

২৩ আগস্ট ২০২৫


৮ ভাদ্র ১৪৩২,

২৮ সফর ১৪৪৭

নতুন দরে মিলছে না সয়াবিন তেল

ডেস্ক নিউজ || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩২, ৩ মার্চ ২০২৪  
নতুন দরে মিলছে না সয়াবিন তেল

সংগৃহিত

ডেস্ক নিউজ: রাজধানীর বাজারগুলোতে সরকার নির্ধারিত দামে তেল না পাওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। তাদের দাবি, আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অন্যদিকে, নতুন তেল বাজারে না আসায়, আগের দরেই তেল বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, আমাদের কাছে এখনো নতুন তেল আসেনি। আগের মাল (তেল) থাকায় এখনো ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি দরে তেল বিক্রি করা হচ্ছে। তাদের দাবি, সরকার ঘোষণা দিয়েছে ১ তারিখ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর হবে। কিন্তু কোম্পানি বলছে, ৩ থেকে ৪ দিন লাগবে তেল আসতে।

এক ক্রেতা বলেন, একদিন ১০ টাকা কমলে পরের দিনই দ্বিগুণ বেড়ে যায়- এই তো অবস্থা। বাজারে স্থিতিশীলতা নেই। আরেক ক্রেতা বলেন, কখনো ৫০ টাকা বেশি দিয়ে ভোজ্যতেল কিনতে হয়। কিন্তু আমাদের আয় তো বাড়েনি। অথচ, জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে। সূত্র চ্যানেল ২৪।

তেল নিয়ে তেলেসমাতির মধ্যেই বাজারে পেঁয়াজ, চিনি, ডালসহ অন্যান্য পণ্যের দামও বাড়তি। মাসের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ডালের দর। সেঞ্চুরি হাঁকিয়েছে রমজানের আরেক প্রয়োজনীয় পণ্য ছোলা। এক বিক্রেতা বলেন, মার্কেটে পেঁয়াজ নেই। আসলে আছে, কিন্তু ওরা (আড়তদার) ইচ্ছা করে দামটা বাড়িয়ে দিচ্ছে। কখনো পাইকারি ১১০ টাকা, আবার কখনো ১২০।

সম্প্রতি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে দেয় সরকার। ঘোষণা অনুযায়ী, ১ মার্চ (শুক্রবার) থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকায় পাওয়ার কথা। কিন্তু রোববার (৩ মার্চ) তৃতীয় দিনেও কোথাও নতুন দামে সয়াবিন পাওয়া যায়নি। পরিবেশকেরা বলছেন, মিল থেকে নতুন দামের তেল সরবরাহ হয়নি। তবে মিল মালিকদের প্রতিনিধিরা বলছেন, নতুন দামের তেল ছাড়া হয়েছে, দোকানিরা মিথ্যা বলছেন।

অন্যদিকে, শনিবার (২ মার্চ) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দু’এক দিনের মধ্যে বাজারে নতুন দামে তেল পাওয়া যাবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারত থেকে চলতি সপ্তাহেই ৫০ হাজার টন পেঁয়াজ আসবে।

বাণিজ্য মন্ত্রণালয়ে গত ২০ ফেব্রুয়ারি দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমানো হয়েছে। ১ মার্চ থেকে ১৬৩ টাকায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং ১৪৯ টাকায় খোলা সয়াবিন তেল কেনা যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়