রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

সুর চৌধুরী ও শাহ আলমের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৮, ১৪ মার্চ ২০২১  
সুর চৌধুরী ও শাহ আলমের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

ছবি: সুর চৌধুরী ও শাহ আলম, সংগৃহীত

ঢাকা (১৪ মার্চ): ঘুষ কেলেঙ্কারিতে আলোচিত সাবেক ও বর্তমান ঊধ্বর্তন দুই কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে  বাংলাদেশ ব্যাংক। সাবেক ডেপুটি গভনর্র এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী এবং নির্বাহী পরিচালক মো. শাহ আলম ও তার দুই স্ত্রীর তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। 

মঙ্গলবারের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য দিতে হবে। বিএফআইইউ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার অ্যাকাউন্টের তথ্য চাওয়ার নজির নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিঠিতে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং শাহ আলম ও তার দুই স্ত্রী শাহীন আক্তার শেলী এবং নাসরিন বেগমের নাম উল্লেখ রয়েছে। এদের সবার অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য মঙ্গলবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল থেকেও সুর চৌধুরী ও শাহ আলমের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়। 

মূলত পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে এ দু'জনের ঘুষ নেওয়ার বিষয়টি উঠে আসে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়