বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মূল্যস্ফীতির হার ছয় বছরে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৫, ৫ নভেম্বর ২০২০  
মূল্যস্ফীতির হার ছয় বছরে সর্বোচ্চ

ছবি: ফাইল ফটো

ঢাকা, (৫ নভেম্বর) : দেশে মূল্যস্ফীতির হার ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। বুধবার রাতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েসসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের হিসাবে, অক্টোবর শেষে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। এর আগে ২০১৪ সালের অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল (৬ দশমিক ৬০ শতাংশ) সবচেয়ে বেশি।

খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার কারণে মূলত গড় মূল্যস্ফীতি বেড়ে গেছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ৭ দশমিক ৩৪ শতাংশে উঠেছে, যা আগের মাসে ছিল সাড়ে ৬ শতাংশ। বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলুসহ সবজির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ৪৮ শতাংশে উঠেছে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে ৭ দশমিক ৭৩ শতাংশে উঠেছে, আগের মাস শেষে ৬ দশমিক ৬১ শতাংশ ছিল।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়