শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরঙ্গের জন্য ৮ কোটি মার্কিন ডলার ব্যয় করবে রবি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৪, ১০ মার্চ ২০২১  
তরঙ্গের জন্য ৮ কোটি মার্কিন ডলার ব্যয় করবে রবি

ছবি: রবি আজিয়াটা লিমিটেড’র লোগো

ঢাকা (১০ মার্চ): পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বেসরকারি কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নিজেদের সেবার সক্ষমতা বাড়াতে ৭ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এই তরঙ্গের মূল্য হিসেবে কোম্পানিটিকে ৮ কোটি ৩৯ লাখ ডলার পরিশোধ করতে হবে। আগামী ২০২৬ সালের মধ্যে ৬টি কিস্তিতে এই অর্থ পরিশোধ করা যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানিটি। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই নিলামের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়।

একই নিলামে গ্রামীণফোন এবং বাংলালিংকও নতুন তরঙ্গ কিনেছে।

জানা গেছে, রবি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২ দশমিক ৬ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

নতুন তরঙ্গ কেনার পর রবির মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ মেগাহার্টজ, গ্রামীণফোনের ৪৭ দশমিক ৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়