শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

ব্র্যাক ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মশালা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০১, ৯ মার্চ ২০২১   আপডেট: ০১:০৩, ৯ মার্চ ২০২১
ব্র্যাক ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মশালা

ট্রেড-বেজড মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা।ছবি:সংগৃহীত

ঢাকা (০৮মার্চ ):  ব্র্যাক ব্যাংকে ‘ট্রেড-বেজড মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। গত ২৭শে ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের কর্মীদের জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, ‘আর্থিক সংস্থাগুলির শুদ্ধতা নিশ্চিত করতে বিএফআইইউ এই খাতের ঝুঁকি এবং দুর্বলতা সনাক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। তাই ট্রেড ভিত্তিক অর্থ পাচার প্রতিরোধ করা সব ব্যাংকের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকগুলিকে সন্দেহজনক লেনদেন ও আর্থিক ক্রিয়াকলাপের বিষয় ও কারণ সম্পর্কে অবহিত করতে বিএফআইইউ এর সমর্থন অব্যাহত থাকবে।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ জানান, ‘ব্যাংকে অনেক ধরণের গ্রাহক থাকে এবং তাদের কেউ কেউ আবার আইনের সুযোগ খুঁজতে থাকে। কিছু গ্রাহকের লেনদেন, আমদানি রপ্তানি কার্যক্রম দেখে বোঝারও উপায় নেই যে সেখানে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে।’

তিনি আরও জানান, ‘সরকার এই বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধের জন্য অবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ট্রেড ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ আইন কার্যকর করেছে। এই আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর দায়িত্ব অনেক বেশি।’

এছাড়া উপস্থিত ছিলেন বিএফআইইউ এর জেনারেল ম্যানেজার শওকাতুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার এ.কে.এম. নুরুন্নবী, ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট সহ ব্যাংকের কর্মীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন সৈয়দ কামরুল ইসলাম।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়