শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

দুটি ব্যান্ডের তরঙ্গ নিলাম শুরু করেছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ৮ মার্চ ২০২১   আপডেট: ২০:০১, ৮ মার্চ ২০২১
দুটি ব্যান্ডের তরঙ্গ নিলাম শুরু করেছে বিটিআরসি

তরঙ্গ নিলাম প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি

ঢাকা (০৮ মার্চ): দুটি ব্যান্ডের তরঙ্গ নিলাম প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সোমবার ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নিচ্ছে।

নিলামে ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটর কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

নিলাম পরিচালনা শুরু করছেন বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম।

নিলামে অংশগ্রহণকারী মোবাইল অপারেটরের মধ্যে রয়েছে রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন এবং রবি।

নিলামের শুরুতে কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামান নিলামের কিছু তথ্য তুলে ধরেন। তিনি বলেন,  ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম প্রক্রিয়া প্রথমে শুরু করা হবে। এর মধ্যে দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গে দুটি এবং ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গে তিনটি - মোট পাঁচটি ব্লকে এ নিলাম হবে।

এর মধ্যে দুটি ব্লকের বেশি কেউ নিতে পারবে না। ১৫ বছরের জন্য এ তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। নিলামের ভিত্তিমূল্য ২০১৮ সালের ভিত্তিমূল্য অনুযায়ী ৩১ মিলিয়ন ডলার রাখা হয়েছে।

আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ ৫ মেগাহার্টজ করে মোট চারটি ব্লকে নিলাম করা হবে। এর ভিত্তিমূল্য হবে ২০১৮ সালের নিলামের ভিত্তিমূল্য অনুযায়ী ২৭ মিলিয়ন ডলার।

নিলামের শর্ত অনুযায়ী, কোনো অপারেটর যদি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের নিলামে অংশ না নেয়, তাহলে তাকে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের নিলামে অংশ নিতে দেওয়া হবে না।

শহীদুজ্জামান আরো জানান, কোনো ব্লকে গিয়ে টাই হয়ে গেলে একই পরিমাণ ব্লক থাকলে তা দুই কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। না হলে তৃতীয় ধাপে আবার নিলামের ডাক উঠবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়