শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

কোভিড-১৯ টিকা আমদানিসহ সকল ক্ষেত্রে কর অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৫৬, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৮:৩০, ৪ মার্চ ২০২১
কোভিড-১৯ টিকা আমদানিসহ সকল ক্ষেত্রে কর অব্যাহতি

ছবি: করোনাভাইরাসের টিকা (ফাইল ফটো)

ঢাকা(০৩ মার্চ): করোনাভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে সরকারিভাবে আমদানি করা কোভিড-১৯ টিকার ওপর কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর থেকে বুধবার জারি করা এক বিশেষ আদেশে এই কর অব্যহতি দেওয়া হয়েছে। এনবিআরের উর্ধ্বতন এক কর্মকর্তা এতথ্য জানান। 

জারি করা বিশেষ আদেশে বলা হয়েছে, গেল বছরের ১১ জুন থেকে করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কোভিড-১৯ নিরোধক টিকার আমদানি, উৎপাদন ও ব্যবসায়ের ক্ষেত্রে অব্যাহতি প্রদান করা হয়েছে। যেহেতু জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও দেশের করোনা মহামারি মোকাবেলায় সরকার বদ্ধ পরিকর এবং কোভিড-১৯ টিকা এই দুর্যোগকালীন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। 

জনস্বার্থে বৈশ্বিক মহামারীর এই দুযোর্গকারী সময়ে কোভিড-১৯ টিকা আমদানি,আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, ডিষ্ট্রিবিউশন এবং টিকাদান কর্মসূচির ফি এর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (উৎসে মূসক কর্তনসহ) অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এই সুবিধা শুধুমাত্র বাংলাদেশ সরকারকে সরবরাহের ক্ষেত্রে দেওয়া হবে। এছাড়া টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থেও যাবতয়ি হিসাব বিবরণী অর্থ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কমিশনারেটকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়