শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫১, ৩ মার্চ ২০২১  
আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম

ঢাকা (০২ মার্চ): আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে দায়েরকৃত মামলায় এ চার্জশিট দাখিল করা হয়।  

মঙ্গলবার আদালত সূত্র জানায়, রমনা থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলায় ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

চার্জশিটে আপন জুয়েলার্সের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে এবং এসব টাকা পাচার করারও অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিস্ট সূত্র জানায়, বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে আপন জুয়েলার্স ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে একই পরিমাণ অর্থ করও ফাঁকি দেওয়া হয়েছে।

২০১৭ সালের জুনে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের নাম সামনে চলে আসে। কারণ, প্রতিষ্ঠানের মালিক দিলদার আহমেদ সেলিমের একমাত্র ছেলে সাফাত আহমেদ এ ধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে যান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়