বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ইউসিবিতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
ইউসিবিতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম 

এসটিএম উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। ছবি: ইউসিবি

ঢাকা (২৩ ফেব্রুয়ারি): ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) প্রথমবারের মত যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম (স্মার্ট টেলার মেশিন)। মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে এসটিএম উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

প্রথম বারের মতো এসটিএমের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আধুনিক সময়ের ব্যাংকিং পরিষেবা দিতে সক্ষম হবে। এসটিএম এ সরাসরি ব্যাংকে না গিয়ে, কোন লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়া যাবে তাৎক্ষনিক একাউন্ট খোলা, তাৎক্ষনিক ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশন সহ অন্যান্য ব্যাংকিং সেবা। 


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়