বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অজ্ঞাতনামা ১০ হাজার জনের বিরুদ্ধে ‘নগদ’র মামলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
অজ্ঞাতনামা ১০ হাজার জনের বিরুদ্ধে ‘নগদ’র মামলা

ছবি: সংগৃহীত

ঢাকা (১৯ ফেব্রুয়ারি): সরকার ও সরকারি সেবার বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার রোধ এবং এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে মামলা করেছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে এ মামলা করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, কয়েক দিন ধরে সারা দেশে অন্তত তিন লাখ লিফলেট বিতরণ করেছে একটি সংঘবদ্ধচক্র। এ কাজে তারা ১০ হাজারের বেশী কর্মীকে সরাসরি নিয়োজিত করেছে। বিষয়টি রোধ করতে  অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। 

মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামি ২০ এপ্রিলের মধ্যে তাদের এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো করে বিভিন্ন কৌশলে এবং খুবই গোপনীয়তার সঙ্গে দেশব্যাপী সরকারবিরোধী ও সরকারি সেবার বিরুদ্ধে এসব লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। লিফলেটগুলোতে সরকারকে সরাসরি হেয়প্রতিপন্ন করা হয়েছে। লিফলেটগুলোর সঙ্গে সম্প্রতি আল জাজিরা টেলিভিশনের প্রচারিত বিভ্রান্তিকর প্রতিবেদনের বাংলা কপি জুড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধান ও সেনাবাহিনী এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মিডিয়ার প্রতিবেদনের কপিও এতে সুকৌশলে জুড়ে দেয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়