বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রবাসীদেরকে ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৪, ২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:২৫, ২ নভেম্বর ২০২০
প্রবাসীদেরকে ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী

ঢাকা (২ নভেম্বর): অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রাখায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী বলেছেন, ‘যারা কষ্ট করে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘অর্থবছরের প্রথম তিন মাস যখন অবিশ্বাস্য গতিতে রেমিট্যান্স অর্জিত হচ্ছিল তখন অনেকেই এগুলো ঠিক নয়, টেকসই নয় বলে মন্তব্য করেছেন। কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছে বলেও মন্তব্য করা হয়। সেই সমস্ত লোকদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এ প্রবাহ ঠিক নয়, টেকসই হবে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘খুবই আশ্চর্যের বিষয়, যে দেশের মানুষ তাদের সর্বশক্তি নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দেশের মানুষের জন্য পাঠাচ্ছে তাদের মূল্যায়ন না করে আমরা নিরুৎসাহিত করতে শুরু করলাম কীভাবে। শেষ পর্যন্ত আমি বিশ্বব্যাংকে আমাদের এ সমস্ত রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টের স্বীকৃতি দিতে তাদের বার্ষিক সভায় অনুরোধ জানালাম। বিশ্বব্যাংক এখন নিজেই বলছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এ বছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বৃদ্ধি পাবে।’  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়