বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

কমিউনিটি ব্যাংক’র ২০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১
কমিউনিটি ব্যাংক’র ২০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

ছবি: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড

ঢাকা (১৪ ফেব্রুয়ারি): কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টাসে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ । সভায় ব্যাংকের বিনিয়োগের প্রস্তাব ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, এডিশনাল আইজি (রেলওয়ে) মোঃ মহসিন হোসেন, র‌্যাবের ডিজি (অ্যাডিশনাল আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ পুলিশের ডিআইজি (মানব সম্পদ) আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মশিউর রহমান, ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়