বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফের শীর্ষ করদাতার সম্মাননা পেল বিএটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ফের শীর্ষ করদাতার সম্মাননা পেল বিএটি বাংলাদেশ

ছবি: বিএটি বাংলাদেশ

ঢাকা (১২ ফেব্রুয়ারি): বিএটি বাংলাদেশ ২০১৯-২০ করবছরে দেশের অন্যতম সর্বোচ্চ আয়কর দেয়া প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্সকার্ড ও সম্মাননা  পেয়েছে ।   

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদের হাতে একটি সম্মাননাপত্র, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিএটি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ফিসক্যাল অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার আরাফাত হুদা জায়গীরদার, এবং ট্যাক্সেশনের কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার সরওয়ার আলম।  

এর আগে `অন্যান্য` শ্রেণিতে ২০১৬ সাল থেকে পরবর্তী টানা ৪ বছর দেশের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিলো বিএটি বাংলাদেশ। এছাড়াও মূল্য সংযোজন কর (মূসক) এর ক্ষেত্রেও এ কোম্পানি অনবদ্য অবদান রেখে চলেছে। ৫ বছরে সরকারি কোষাগারে বিএটি বাংলাদেশ আয়কর খাতে প্রায় ৩ হাজার ৬শ কোটি টাকা এবং মূসক খাতে প্রায় ৮৮ হাজার কোটি টাকারও বেশি জমা দিয়েছে।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়