বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

কোভিড-১৯ হিরোদের ব্র্যাক ব্যাংকের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২১  
কোভিড-১৯ হিরোদের ব্র্যাক ব্যাংকের সম্মাননা

ছবি: ব্র্যাক ব্যাংক লি.

ঢাকা (১১ ফেব্রুয়ারি): ব্র্যাক ব্যাংক ২০২০ সালের চ্যালেঞ্জপুর্ণ সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেয়ার জন্যে অগ্রণী ভুমিকা পালনকারী কোভিড-১৯ হিরোদের সম্মাননা দিয়েছে

বুধবার ব্যাংকের হেড অফ এইচআর আক্তারউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ব্র্যাক ব্যাংক এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত ৬২ জন কর্মীকে স্বীকৃতি জানাতে ৩ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ রেখেছে। দুর্ভাগ্যক্রমে ৬২ জনের মধ্যে একজন কর্মী আমাদের চেষ্টার পরও কোভিডের প্রভাব কাটিয়ে ফিরে আসতে পারেননি। বিআরপিডি নির্দেশনা মেনে গত ডিসেম্বর মাসেই আমরা সেই কর্মীর জন্য বরাদ্দ তহবিলের পাঁচগুণ অর্থ তার পরিবারের হাতে তুলে দিয়েছি।"

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "ব্র্যাক ব্যাংক পরিবারে এমন সাহসী সম্মুখ-সারির যোদ্ধাদের নিয়ে আমরা গর্বিত। কাজের প্রতি তাদের দায়িত্ববোধ, একাগ্রতা এবং বীরত্বের কারণে আমরা এই কঠিন সময় থেকে অনেক দুরে পৌঁছেছি। মহামারির কারণে যখন সব বন্ধ হয়ে যাচ্ছিলো, ঠিক তখনই এই সম্মুখ যোদ্ধারা আমাদের মুল্যবান গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ব্যাংকিং পরিষেবা দিয়ে গেছেন। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি।"

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়