বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিদ্যুৎ সরবরাহের আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২১  
বিদ্যুৎ সরবরাহের আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ঢাকা(১১ ফেব্রুয়ারি): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সুষম বন্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  ক্রস বর্ডার পাওয়ার ট্রেড পরিবেশ সংরক্ষণ করবে এবং আর্থিক ভাবেও সাশ্রয়ী। 

বৃহস্পতিবার অনলাইনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং’ শীর্ষক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপ আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। এরইমধ্যে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভূটানের সাথে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাষ্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেডের মাধ্যমে ১৫ শতাংশ বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন,বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান,  যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাসের মিশন উপপ্রধান মিজ জুঅ্যান ওয়াগনার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন যুক্ত থেকে বক্তব্য রাখেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়