বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ব্যবস্থাপনা পরিচালক পাচ্ছে ছয় সরকারি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২১
ব্যবস্থাপনা পরিচালক পাচ্ছে ছয় সরকারি ব্যাংক

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের লোগো

ঢাকা (০৪ ফেব্রুয়ারি): রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। ব্যাংক পরিচালনা আরও গতিশীল করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এজন্য বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকের ২১ ডিএমডির ভার্চুয়াল সাক্ষাতকার নিয়েছেন। এ কাজে অর্থমন্ত্রীকে সহযোগিতা করেন সিনিয়র অর্থসচিব আব্দুর রৌফ তালুকদার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আশাদুল হক।

এ সাক্ষাতকারে অংশগ্রহনকারী উপ ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের মোঃ ইসমাইল হোসেন, রূপালী ব্যাংক লিমিটেডের মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের মোঃ এবনুজ জাহান, জনতা ব্যাংক লিমিটেডের মোঃ জিকরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের মোঃ আফজাল করিম, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোঃ আনিসুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের মোঃ জাহিদুল হক, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোঃ রফিকুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের মোঃ জসীম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শিরীন আখতার, সোনালী ব্যাংক লিমিটেডের মোঃ আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোহাম্মদ ইদ্রিস, জনতা ব্যাংক লিমিটেডের মোঃ আব্দুল জব্বার, বিডিবিএলের মোঃ কামাল হোসেন গাজী. রূপালী ব্যাংক লিমিটেডের খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোঃ ওয়ালি উল্লাহ, সোনালী ব্যাংক লিমিটেডের মোঃ মুরশেদুল কবীর, রূপালী ব্যাংক লিমিটেডের মোহাম্মদ জাহাঙ্গীর, জনতা ব্যাংক লিমিটেডের মোঃ আমিরুল হাসান, বিডিবিএলের মোঃ রিফাত হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের শেখ মোঃ জামিনুর রহমান।

এই ছয়টি ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। 

ছয় থেকে আট মাস ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদ খালি থাকায় এখন এসব ব্যাংক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে পরিচালিত হচ্ছে।  

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, করোনা মহামারীর কারণে এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি বিলম্বিত হয়েছে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়