বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আইসিইউতে খোন্দকার ইব্রাহীম খালেদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০১, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২১
আইসিইউতে খোন্দকার ইব্রাহীম খালেদ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(০২ ফেব্রুয়ারি): দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার খ্যাতিমান এই ব্যাংকারের ভাই মোহাম্মদ খালেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি হন তিনি।

তার ভাই জানিয়েছেন, এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় আছেন তিনি। কথা বলতে পারছেন। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে চিকিৎসকরা এমন আশা প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও খোন্দকার ইব্রাহীম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়