মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫


১৮ ভাদ্র ১৪৩২,

০৮ রবিউল আউয়াল ১৪৪৭

হোন্ডার নতুন মোটরসাইকেল নিউ লিভো

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৭, ২৫ জানুয়ারি ২০২১  
হোন্ডার নতুন মোটরসাইকেল নিউ লিভো

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৪ জানুয়ারি): বাংলাদেশী গ্রাহকদের চাহিদার প্রতি খেয়াল রেখে মোটর বাইকের বাজারে ১১০ সিসি মডেলের লিভো সিরিজের নতুন বাইক “নিউ লিভো” বাজারজাতকরণ শুরু করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নিউ লিভো’ বাইকটির উদ্বোধন করা হয় ।

২০১৭ সালের জুন মাসে হোন্ডা লিভোর প্রথম বাইক বাংলাদেশের বাজারে আনা হয়।যা মাত্র ৩৭ মাসের মধ্যেই ৫০ হাজার ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে।এরই ধারাবাহিকতায় নতুন রূপে, নতুন দামে বাংলাদেশ হোন্ডা গ্রাহকদের নিয়ে এলো নিউ লিভো ১১০ সিসি বাইকটি। যার রয়েছে দুটি ভার্সন। একটি লিভো ড্রাম, অন্যটি লিভো ডিস্ক।

স্পোর্টি লুক এবং ডিজিটাল এনালগ মিটার এর পাশাপাশি নতুন লিভোতে রয়েছে, এনার্জিটিক ফ্রন্ট লুক এবং কার্ভড ফুয়েল ট্যাংক, হোন্ডা ইকো টেকনোলজি বা এইচইটি সম্বলিত ১১০ সিসি সক্ষমতার ইঞ্জিন, ও প্রতি লিটার জ্বালানী তেলে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ ।

বাংলাদেশের রাস্তার অবস্থা অনুযায়ী হোন্ডা লিভোতে রয়েছে ১২৮৫ মিলিমিটার লম্বা হুইল বেইজ, ৫ স্টেপ এডজাস্টেবল রিয়ার সাস্পেন্সন, ক্লাস লিডিং ১৮০ মিমি উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং চালক এবং সহযাত্রীর চলাচলকে আরামদায়ক করতে আছে একটি আপরাইট হ্যান্ডেল পজিশন।

এছাড়া, লিভোতে রয়েছে ডিস্ক ব্রেক এবং এইচইটি টায়ার প্রযুক্তি, সিলড চেইন, এমএফ ব্যাটারি, টিউবলেস টায়ার এবং বায়ু শুদ্ধকরণ সুবিধা।

হোন্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি বলেন, বাংলাদেশের উদীয়মান বাজারে সাশ্রয়ী মুল্যে আধুনিক বাইক এবং উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রেখেছে হোন্ডা এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হোন্ডার বিক্রয় এবং বিপনন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন বলেন, দেশের বাজারে ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে লিভো সেরা হয়ে ওঠার পেছনে রয়েছে আধুনিক ডিজাইন, ইঞ্জিনের সক্ষমতা এবং অত্যাধুনিক হোন্ডা ইকো টেকনোলজি প্রযুক্তি ।

মুন্সিগঞ্জে হোন্ডার সর্বাধুনিক কারখানায় প্রস্তুতকৃত লিভোর এই দুটি ভ্যারিয়েন্স-লিভো ড্রাম ও এবং লিভো ডিস্ক বাংলাদেশের বাজারে পাওয়া যাবে, যথা ১০৩,৯০০ টাকা পাওয়া যাবে ১০৮,৯০০ টাকায়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়