মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫


১৮ ভাদ্র ১৪৩২,

০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৪, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:০৫, ২৪ জানুয়ারি ২০২১
শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

ঢাকা (২৩ জানুয়ারি): শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড (এসজেআইবিএল) "বার্ষিক ব্যবসায় সম্মেলন -২০২১" শেষ হয়েছে। শনিবার অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ শহিদ।

অন্যদের মধ্যে পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ গোলাম কুদ্দুস, পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতি আবদুল হালিম বুখারি, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও এস এম মাইনুদ্দিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সিরাজ, এম আক্তার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ আহমেদ এবং নাসিম সেকান্দার এ সম্মেলনে অংশ নিয়েছিলেন। কর্পোরেট প্রধান কার্যালয়ের কার্যনির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং ১৩২ টি শাখা এবং ২ টি উপ-শাখার পরিচালকসহ মোট ৮৯৩ জন কর্মকর্তা অনলাইনের মাধ্যমে এ সম্মেলনে অংশ নিয়েছেন।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান শামসুদ্দোহ শিমু এই অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সম্মেলনে বক্তারা কোভিড -১৯ এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে বিদ্যমান পরিস্থিতি এবং ভবিষ্যতের রোডম্যাপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় বিগত বছরের কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং চলতি বছরের ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়