শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিকাশ অ্যাপ রেফার করে বোনাস পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:৫৮, ২০ জানুয়ারি ২০২১
বিকাশ অ্যাপ রেফার করে বোনাস পাওয়ার সুযোগ

ছবি: বিকাশ

ঢাকা (১৯ জানুয়ারি): বিকাশ অ্যাপ রেফার করে গ্রাহকরা ১০০ টাকা বোনাস পেতে পারেন। আজ বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের কথা জানানো হয়।

বিকাশের এই রেফারেল ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত। প্রথমবার অ্যাপ ব্যবহাকারীও এই সময়ের মধ্যে ৫০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেফার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ-এ প্রথমবার লগ ইন করে যেকোনো লেনদেন করলেই যিনি রেফার করেছেন তিনি পাবেন ১০০ টাকা বোনাস। ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যে একজন বিকাশ গ্রাহক যতজনকে খুশি লিংক পাঠাতে পারেন এবং তা থেকে সফল লগ ইন শেষে যে কোন লেনদেন হলেই প্রতিবারই তার ১০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ আছে।

অ্যাপের ডানদিকের বিকাশ লোগোতে ক্লিক করে ‘রেফার এ ফ্রেন্ড’ অপশন থেকে ‘রেফার করুন’ ক্লিক করে অ্যাপের লিংকটি যেকোন মাধ্যম যেমন এসএমএস, ই-মেইল, ম্যাসেঞ্জার, হোয়াটস্অ্যাপ, ভাইবার, ইমো, ইত্যাদির মাধ্যমে প্রিয়জনকে শেয়ার করতে পারবেন গ্রাহক

এছাড়াও রেফারেল লিংক থেকে যিনি বিকাশ অ্যাপ দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে একাউন্ট খুলে লগ ইন করবেন, তিনি পাবেন ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস। এরপর তিনি বিকাশ অ্যাপ থেকে প্রথমবার যেকোনো পরিমান মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে পাবেন আরও ২৫ টাকা ক্যাশব্যাক বোনাস। সর্বমোট ৫০ টাকা বোনাস পাবেন গ্রাহক।

উল্লেখ্য, বর্তমান বিকাশ গ্রাহকরা যাদের বিকাশ অ্যাপ নেই তারাও যদি প্রথমবার বিকাশ অ্যাপ থেকে যেকোনো পরিমান মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করেন তাদের জন্যও এই ২৫ টাকা ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। এই অফারটিও ৩১ মার্চ ২০২১ পর্যন্ত চলবে।

প্রতিটি সফল রেফারেলের ভিত্তিতে নতুন গ্রাহকের অ্যাপ লগ ইন ও লেনদেনের জন্য ২ কর্ম দিবসের মধ্যে বোনাস দেওয়া হবে।

বিকাশ অ্যাপ রেফার করে বাড়তি আয় করতে চাইলে গ্রাহকরা www.bkash.com/bn/100taka-referral ওয়েবসাইট ভিজিট করে রেফারেল ক্যাম্পেইনের বিস্তারিত জেনে নিতে পারবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়