বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রপ্তানিকারক কোম্পানিগুলোর জন্য এক হাজার কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৭, ১৮ জানুয়ারি ২০২১  
রপ্তানিকারক কোম্পানিগুলোর জন্য এক হাজার কোটি টাকার তহবিল

ছবি: ফাইল ফটো

ঢাকা(১৮ জানুয়ারি): দেশে প্রথমবারের মতো রপ্তানিকারক কোম্পানিগুলোর আধুনিকায়নের জন্য জন্য এক হাজার কোটি টাকা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ৫ থেকে ৬ শতাংশ সুদে ঋণ নিতে পারবে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সারকুলারে এই তহবিল গঠনের বিষয়টি জানানো হয়। 

সারকুলারে উল্লেখ করা হয়, এই তহবিল থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ৩ থেকে ১০ বছরের জন্য ঋণ নিতে পারবে। ঋণকৃত অর্থে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ কারখানার আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যয় করবে। 

বাংলাদেশের সকল তফসিরী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই ঋণ বিতরণ করবে বলে সারকুলারে জানানো হয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়