বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

এভারকেয়ারে ২৪ সপ্তাহের নবজাতকের সফল ডেলিভারি ও ডিসচার্জ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৫, ১৫ জানুয়ারি ২০২১  
এভারকেয়ারে ২৪ সপ্তাহের নবজাতকের সফল ডেলিভারি ও ডিসচার্জ

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ জানুয়ারি): এভারকেয়ার হসপিটালে প্রিম্যাচিউরভাবে জন্ম নেওয়া সর্বকনিষ্ঠ শিশুকে ৩ মাস ইনটেনসিভ এবং নিউন্যাটাল কেয়ারে রাখার পর অবশেষে সুস্থভাবে বাড়িতে পাঠিয়েছে নিউন্যাটাল ইউনিটের ডাক্তাররা। এ ইউনিটের নেতৃত্বে ছিলেন নিউন্যাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবু সাইদ মোহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার এভারকেয়ার হসপিটাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মাত্র ৭৫০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া ২৪ সপ্তাহের নবজাতকের নিউন্যাটাল পিরিয়ডটি ছিল অনেক কঠিন । সবজাতকের মায়ের প্রিম্যাচিউর লেবার, উচ্চ রক্তচাপ ও রক্তক্ষরণের ফলে এই ডেলিভারিটি করেন হসপিটালের অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডাঃ মনোয়ারা বেগম। এর আগে, মাত্র ৫৯০ গ্রাম ওজন নিয়ে আরেক নবজাতকও এই হাসপাতালে জন্ম নিয়েছিল এবং সে সুস্থতার সাথে বেঁচে যায়, যা রেকর্ড অনুযায়ী বাংলাদেশের সর্বকনিষ্ঠদের মধ্যে ছিল অন্যতম।

ডাঃ ইকবাল-এর ভাষ্যমতে, ১৫-২০ বছর আগেও যা সম্ভব ছিল না, আজকের দিনে তা অ্যাডভান্সড নিউন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, অভিজ্ঞ নিউন্যাটোলজিস্ট টিম, কার্ডিয়াক মনিটরিং, আধুনিক প্রযুক্তি, যথাযথ সাপোর্ট ও অ্যাডভান্সড মেডিকেল সুবিধার কারণে সম্ভব।

সেরা ডাক্তার, সাপোর্ট স্টাফ, প্রযুক্তি ও অন্যান্য সুবিধাসমূহের সমন্বয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা সবসময় বাংলাদেশের স্বাস্থ্যসেবার জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে। এটি সর্বোত্তম সম্ভাব্য ফলাফল নিশ্চিত করতে সহায়তা করে এবং তাই হাসপাতালে প্রায়ই এরকম বিস্ময়কর সাফল্যের ঘটনা ঘটছে।
এভারকেয়ার হসপিটাল ঢাকা বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত হাসপাতাল। জেসিআইর অ্যাপ্রুভালের গোল্ড সিলটি বিশ্বব্যাপী গৃহীত একটি স্বীকৃতি, যা একটি সংস্থার যথাযথ গুণমানের ও রোগীর সুরক্ষার প্রতিশ্রুতির পরিচায়ক।

এভারকেয়ার হসপিটাল ঢাকা এভারকেয়ার গ্রুপ-এর একটি অংশ, যা ২৯ টি হসপিটাল, ১৬ টি ক্লিনিক, ৭০-এর বেশি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে রয়েছে বিশ্বব্যাপী ৫টি দেশে। এই বছরেই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম নামে একটি সম্পূর্ণ নতুন হাসপাতাল চালু হওয়ার কথা রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়