পেপারফ্লাইতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে ভারতের ইকম এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১২ জানুয়ারি): বাংলাদেশের সবচেয়ে বড় হোম ডেলিভারি সার্ভিস নেটওয়ার্ক পেপারফ্লাইতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে ভারতের প্রযুক্তিসমৃদ্ধ ই কমার্স লজিস্টিক সলিউশন প্রোভাইডার ইকম এক্সপ্রেস। মঙ্গলবার পেপারফ্লাই এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দিন আহমেদ ২০১৬ সালে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। পেপারফ্লাই হচ্ছে দেশে স্থাপিত একমাত্র প্রযুক্তি সমৃদ্ধ লজিস্টিক কোম্পানি যেটা অতি অল্প সময়ের মধ্যে লক্ষ্যণীয় আকার ধারণ করতে সক্ষম হয়েছে। এতো দ্রুত এর সমৃদ্ধির মূল কারণ হচ্ছে এর বলিষ্ঠ অভিজ্ঞতা এবং এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ঐকান্তিক পরিশ্রম ও দক্ষতা।
সারা ভারতে ৩,৯০০ ডেলিভারি পয়েন্টের মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষকে সেবা দিচ্ছে ইকম এক্সপ্রেস। এর মাধ্যমে দেশে ই কর্মাসের সংজ্ঞাই বদলে দিয়েছে ইকম এক্সপ্রেস। এখন তারা বাংলাদেশে বিশাল বিনিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখছে।
এ বিনিয়োগের মাধ্যমে পেপারফ্লাই এবং ইকম এক্সপ্রেস বাংলাদেশের লজিস্টিক ইন্ডাস্ট্রিকে অটোমেশন ও ডাটা সায়েন্সের ভিত্তিতে রূপান্তর করতে এক সঙ্গে কাজ করবে।






















