মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাওল পদ্ধতির প্রসার হলে কমে আসবে স্বাস্থ্য বাজেট : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৯:০৭, ১০ জানুয়ারি ২০২১  
সাওল পদ্ধতির প্রসার হলে কমে আসবে স্বাস্থ্য বাজেট : স্বাস্থ্য সচিব

ছবি: সংগৃহীত

ঢাকা (১০ জানুয়ারি): স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, সাওল পদ্ধতির প্রসার হলে দেশের স্বাস্থ্য খাতের বাজেট অনেক কমে আসবে। শনিবার ইস্কাটন গার্ডেন রোডে, সাওল মিলনায়তনে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ১২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, মোহন রায়হান যেমন রাজপথে বিপ্লবী ছিলেন, স্বাস্থ্যখাতেও তিনি সেই একই বিপ্লব করছেন। সাওল পদ্ধতির চিকিৎসা একটি বিপ্লবের নাম। সাওল হার্ট সেন্টারকে কীভাবে সরকারি স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত করা যায়, করোনা মহামারীর পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ কেবল চিকিৎসা কেন্দ্র নয়, এটাকে একটি সামাজিক আন্দোলন।

সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, সমাজতাত্ত্বিক ড. সলিমুল্লাহ খান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি প্রমুখ।

এছাড়াও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান- সাওল হার্ট সেন্টার, ভারতের প্রতিষ্ঠাতা উপমহাদেশের হৃদরোগ চিকিৎসার কিংবদন্তি ডা. বিমল ছাজেড়। ভিডিও বার্তায় আরো শুভেচ্ছা জানান- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সিএমএইচের সাবেক চিফ সার্জন মেজর জেনারেল (অব.) ডা. বি কে সরকার, সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারউজজামান, আইইডিসিআর উপদেষ্টা ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ও ঢামেকসুর সাবেক ভিপি ডা. মাহবুবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ এফ এম সাখাওয়াত হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের প্রকল্প পরিচালক আবদুল হাকিম মজুমদার প্রমুখ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়