মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চালডাল’পে কে ডিজিটাল পরিষেবা দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৪৩, ৫ জানুয়ারি ২০২১  
চালডাল’পে কে ডিজিটাল পরিষেবা দেবে ব্র্যাক ব্যাংক

ছবি: সংগৃহীত

ঢাকা (৪ জানুয়ারি): চালডাল'পে কে একাধিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও চালডাল'পে সম্প্রতি ডিজিটাল পেমেন্ট এবং সেটেলমেন্ট সার্ভিসেস এর জন্য একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এবং চালডাল পেমেন্ট সলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম আলীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অফ ডিজিটাল ব্যাংকিং সিরাজ সিদ্দিকী (শাকিল) ও হেড অফ ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং চালডাল পেমেন্টস লিমিটেডে-এর পরিচালক ইশরাত জাহান নাবিলা, তানভীর রশিদ এবং রিয়াজ রহমান বনি।

চালডালের বিভিন্ন ব্যবসায়ের ব্যবহারকারীদের জন্য চালডাল'পে সহজেই অর্থ প্রদান এবং অর্থ ফেরতের ব্যবস্থা করবে। এটি প্রথমে চালডাল লিমিটেডের ব্যবসায়িক ইউনিটের মধ্যে চালু করা হবে এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধান এফএমসিজি গুলি জুড়ে চালডালের সাপ্লাই চেইনে সম্প্রসারণ করা হবে।

চালডাল পেমেন্ট সলিমিটেড পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের অধীনে চালডাল'পে ই-ওয়ালেটের লেনদেনের সুবিধার্থে ব্র্যাক ব্যাংকের সেটেলমেন্ট পরিষেবা ব্যবহার করবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানেরই গ্রাহক সহজ, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত লেনদেন উপভোগ করতে পারবেন।

চালডাল'পে হলো চালডাল পেমেন্টস লিমিটেডের (চালডাল লিমিটেড-এর একটি সিস্টার কনসার্ন) একটি ই-ওয়ালেট ভিত্তিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। চালডাল-এর ইকো সিস্টেমকে সহায়তা করার জন্য চালডাল'পে চালু করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়