মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্র্যাক ব্যাংকের নতুন মানবসম্পদ প্রধান আখতার উদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৬:০৫, ৩ জানুয়ারি ২০২১  
ব্র্যাক ব্যাংকের নতুন মানবসম্পদ প্রধান আখতার উদ্দিন মাহমুদ

ছবি: সংগৃহীত

ঢাকা (২ জানুয়ারি): ব্র্যাক ব্যাংকের নতুন হেড অফ এইচআর নিযুক্ত হয়েছেন আখতার উদ্দিন মাহমুদ। ১ জানুয়ারি থেকে তিনি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মাহমুদ আইডি এলসি ফিন্যান্স লিমিটেডে চার বছর গ্রুপ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে কর্মরত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "আমি মনে করি আগামী বছর গুলিতে ব্র্যাক ব্যাংকের গতিশীল ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন পরিচালনায় মাহমুদ গুরূত্বপূর্ণ অবদান রাখবেন।"

দেশী-বিদেশী বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন বৃহৎ শিল্পখাতে ৩৩ বছরেরও বেশি সময় ধওে কাজ করেছেন মাহমুদ। ১৯৮৭ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান কওে কর্মজীবন শুরু করেন মাহমুদ। এরপর তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং নেস্লে বাংলাদেশের হয়েও কাজ করেছেন। ভারতের গুড়গাঁওয়ে অবস্থিত নেস্লে'ও আঞ্চলিক প্রধান কার্যালয়ে মাহমুদ নেস্লে সাউথ এশিয়ার হেড অফ লার্নিং অ্যান্ড ট্রেনিং হিসেবেও কর্মরত ছিলেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়