সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের স্বাস্থ্যচুক্তি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫১, ৩০ ডিসেম্বর ২০২০  
ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের স্বাস্থ্যচুক্তি

ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ ডিসেম্বর): রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পাদিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে যৌথ ভাবে স্বাক্ষর করেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমীন রিনভী।

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ রেজাউল হক কৌশিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম, ইসি মেম্বার দৌলত আক্তারমালা, রহিম শেখ এবং আজিজুর রহমান রিপন।

এ চুক্তির আওতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্য সেবা পাবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়