সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সংরক্ষিত বনের ১১ হাজার গাছ কাটার অনুমতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:৪৬, ২৮ ডিসেম্বর ২০২০
সংরক্ষিত বনের ১১ হাজার গাছ কাটার অনুমতি

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৮ ডিসেম্বর) : গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করতে টাঙ্গাইলের শফিপুর সংরক্ষিত বনের ১১ হাজার গাছ কাটা হবে। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই গাছ কাটা অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়-নকলা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে টাঙ্গাইল জেলার ৫৩ দশমিক ১৫ একর বনভূমিতে বিদ্যমান গাছপালা কাটা এবং অপসারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য শফিপুর বনের ভেতর এবং বঙ্গবন্ধু সেতুর ওপারে ১১ হাজার ২৪৬টি গাছ কাটতে পারবে। এই গ্যাসলাইন যাবে নতুন যে রেল ব্রিজ হচ্ছে সেটার ওপর দিয়ে। এরপর স্টেশন থেকে বিতরণ করা হবে।

সংরক্ষিত বনের গাছ কাটার ওপর ২০২১ সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্যাস নেওয়ার জন্য বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ২০ ইঞ্চি ব্যাসার্ধে গ্যাসলাইনে কাজ হচ্ছে না, সেখানে ৩০ ইঞ্চির পাইপ লাগবে। সেজন্য নতুন লাইন করা হচ্ছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়