সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রবাসী ৩৮ বাংলাদেশিকে সিআইপি কার্ড ৬ জানুয়ারি দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৮, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ০০:৫১, ২০ ডিসেম্বর ২০২০
প্রবাসী ৩৮ বাংলাদেশিকে সিআইপি কার্ড ৬ জানুয়ারি দেয়া হবে

ছবি: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (সংগৃহীত)

ঢাকা(১৯ ডিসেম্বর) : দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আগামী ৬ জানুয়ারি ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সিআইপি’কে ( বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি) কার্ড দেওয়া হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই সম্মাননা প্রবাসী সিআইপিদের হাতে হস্তান্তর করবেন।

শনিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রাশেদুজ্জামান বিজনেসইনসাইডার’কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সরকার মোট তিন ক্যাটাগরিতে এই সম্মাননা দেবে। এরমধ্যে রয়েছে বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশিকে প্রতিবছর এ সম্মাননা দেয়। 

এবার বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে সাতজন অনিবাসী বাংলাদেশি এ সম্মান পাবেন। 

গেজেট জারির দিন থেকে সিআইপি নির্বাচন নীতিমালা অনুসারে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নতুন সিআইপিরা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়