মেঘনায় বরযাত্রী বোঝাই ট্রলার ডুবে নববধূসহ সাত জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
নোয়াখালী (১৫ ডিসেম্বর): নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে বরযাত্রী বোঝাই ট্রলার ডুবিতে সাতজন মারা গেছে। মৃতদের মধ্যে নববধূসহ শিশু রয়েছে বলে নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ক্যারিংচর থেকে মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা জানিয়েছেন, তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যাওয়ার পর অনেকে সাঁতড়ে তীড়ে উঠতে পেরেছেন। তবে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে কোস্ট গার্ড এবং নৌ বাহিনীর সদস্যরা কাজ করছেন।
হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাস জানান, ৭০/৮০জন যাত্রী নিয়ে উপজেলার চানন্দী ঘাট থেকে ট্রলারটি রওনা হয়ে ক্যারিংচর এলাকায় গিয়ে মেঘনা নদীর তীব্র স্রোতে ডুবে যায়। এ ঘটনায় নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড। তিনি আরো জানান, দুর্ঘটনার পর অনেকে সাঁতড়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এতে এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন সেটা নিশ্চিত ভাবে জানা যায়নি। তাৎক্ষনিক ভাবে তিনি নিহতদের নাম জানাতে পারেননি। তবে নববধূর নাম তাসলিমা বলে তিনি উল্লেখ করেছেন।






















