সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় ৪ জনের রিমান্ড মঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫২, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:১৫, ৮ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় ৪ জনের রিমান্ড মঞ্জুর

ফাইল ছবি

কুষ্টিয়া (৮ ডিসেম্বর): কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মাদরাসার দুই শিক্ষার্থী ও দুই শিক্ষকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালতে হাজির করলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে সশস্ত্র পুলিশ প্রহরায় মঙ্গলবার বেলা ১১টায় জেলা কারাগার থেকে চার আসামিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত দাস আদালতে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই মাদরাসা শিক্ষার্থীর ১০ দিন এবং একই মাদরাসার দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক মাদরাসার দুই শিক্ষার্থী আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদের (২০) পাঁচদিন করে এবং ওই মাদরাসার দুই শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলীর (২৬) চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ। এরপর শনিবার ও রোববার পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদরাসা ইবনে মাসউদ (রা.) এর হেফজ বিভাগের দুই ছাত্র এবং তাদের সহযোগিতা করার জন্য দুই শিক্ষককে গ্রেপ্তার করে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়