কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত অন্তত ৭
কক্সবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
কক্সবাজার (২০ সেপ্টেম্বর): কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতামূলক একাধিক ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ সোমবার ভোট চলাকালে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আবুল কালাম নামে একজন নিহত হন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন। সোমবার বেলা ১১টার দিকে কুতুবজোমের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। যার ভেতর আব্দুল হালিম নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন।
মহেশখালী থানার ডিউটি অফিসার এসআই আবুবকর একজন নিহত হওয়ার ঘটনা বিজনেস ইনসাইডার বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভেতর সংঘর্ষ হলে আবুল কালাম নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন।