রোববার

০৯ নভেম্বর ২০২৫


২৫ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১২, ৬ ডিসেম্বর ২০২০  
সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

সিলেট (০৬ ডিসেম্বর): সিলেটের হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার রেল স্টেশনের পাশে তেলবাহী একটি  ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার দপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনে আগুন লেগে যায় বলে জানা গেছে।

তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে শাহজীবাজার রেল স্টেশনের কাছে এ ঘটনায় পতিত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেটের এবং সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শাহজীবাজার স্টেশন মাস্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়