মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগামে ভারতের নৌবাহিনীর জাহাজ
চট্টগ্রাাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

ছবি: দুটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ পৌঁছলে সংশ্লিষ্টদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়
চট্টগ্রাম (০২ সেপ্টেম্বর): ভারতের উপহারের দু’টি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী প্ল্যান্টগুলো নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।
প্ল্যান্টগুলি কোভিড মহামারির মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সহযোগিতায় উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্ল্যান্ট দুটির একটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।
স্বয়ংসম্পূর্ণ ও অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী বলে জানা গেছে।