বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

সাতক্ষীরা সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৩, ১১ জুন ২০২১   আপডেট: ০১:০৫, ১১ জুন ২০২১
সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

সাতক্ষীরা (১০ জুন): করোনা-পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাতক্ষীরার চলমান লকডাউন ফের এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষযে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এস মোস্তফা কামাল জানান, প্রথম ধাপে সাতক্ষীরায় সাত দিন লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এ সময়ে করোনার ঊর্ধ্বগতি না কমায় চলমান লকডাউন ফের সাত দিন বাড়ানো হয়েছে।  

এদিকে করোনা উপসর্গ নিয়ে চার ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪০ জন। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অর্ধশতাধিক।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়