বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিলেটে বিদ্যুৎকেন্দ্রের  আগুন নিয়ন্ত্রণে 

সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৫, ১৭ নভেম্বর ২০২০  
সিলেটে বিদ্যুৎকেন্দ্রের  আগুন নিয়ন্ত্রণে 

ছবি: সংগৃহীত

সিলেট(১৭ নভেম্বর,২০২০): সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘন্টার বেশি সময় চেষ্টা করে ফায়ার সার্ভিসের ৫টি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আজ সকাল ১১টায় কেন্দ্রটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট ফায়ার সার্ভিস জানায়, আগুনে বিদ্যুৎকেন্দ্রের  দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। অগ্নিকান্ডের পর থেকে গোটা সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বিদ্যুৎ বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী  প্রকৌশলী  আব্দুর রাজ্জাক জানান, সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটা থেকে আগুণের সূত্রপাত হয়েছে তা এখই বলা যাচ্ছে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, জাতীয় গ্রীডের দুটি ট্রান্সফরমারে আগুন  লেগেছিল। দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।  এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়