মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৯, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৩৪, ২৩ এপ্রিল ২০২১
আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে

ঢাকা (২৩ এপ্রিল): মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মাঠে নামল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। 

শুক্রবার সকালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসে । 

এ সময় সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও টেলিহেলথ সার্ভিস, লাশ বহন, গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে। অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিতে মানবতার ভ্যান চালু করা হয়েছে। সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। ’

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে!’ 

এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি ,উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর,মুন্সী নজরুল ইসলাম, মোঃ ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চলসহ স্থানীয় বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়নের নেতা-কর্মীরা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়